হাজীগঞ্জের রাজনীতিতে বিগত আন্দোলন সংগ্রামে যার নেতৃত্বে রাজপথে অগ্রণী ভূমিকা ছিল সেই পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিমকে এবার মেয়র পদে বসাতে চায় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। সেই লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে টোরাগড় আনোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৭ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে প্রথম উঠান বৈঠকে মিলিত হয়।
পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় উক্ত উঠান বৈঠকে বক্তব্য রাখেন, পৌর বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক শাহিন মজুমদার, সাবেক ছাত্র নেতা আজিজুর রহমান রাজা, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা।
এ সময় পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, বিএনপি নেতা মতিন কাজী, তাজুল ইসলাম, খোকা মিজি, পৌর যুবদল নেতা কাজী মোশাররফ হোসেন, সুমন মিজি, মো. রাজন, ডা. জহির, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. ঝুটন, মহসিন পাটোয়ারী, সাবেক ছাত্র নেতা মাঈনুদ্দিন মৃধা, সোহেল, মিল্লাদ, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক শাখাওয়াত সরকারসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।