বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হাজীগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঘরোয়া পরিবেশে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একই সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও প্রয়াত দলীয় নেতাকর্মীদের মাগফেরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঘরোয়া পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর পালিত হচ্ছে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর টাকা দিয়ে পানিবন্ধি মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নির্দেশনা দিয়েছেন, কোনো প্রকার চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রম কিংবা কারো প্রতি জুলুম করা যাবে না। কোনো অবস্থায় আইন হাতে নেওয়া যাবেনা। সুতরাং আপনারা সবাই সতর্ক থাকবেন। কেউ যেন এ ধরনের কাজ করতে না পারে।
তিনি বলেন, দেখা যাচ্ছে ২০/২৫ নেতাকর্মী সুবিধা নিবে। চাঁদাবাজি করবে। কিন্তু আমিসহ লাখ লাখ নেতাকর্মী ভুক্তভোগী হবো। কিন্তু কেন? এই ২০/২৫ লোকের জন্য আমি এবং দল বদনামের শিকার হবে। এগুলো বন্ধ করতে হবে। কেউ যেনো অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সে দিকে খেয়াল রাখতে হবে। আপনারা সিরিয়াসলি খেয়াল রাখবেন, কেউ যেন আমাদের নির্বাচনী এরিয়াতে (হাজীগঞ্জ-শাহরাস্তি) কোনো ধরনের অপকর্ম করতে না পারে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ ইমাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটোয়ারীর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.এ নাফের শাহ।
এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারন সম্পাদক আনিসুর রহমান কানু, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল খায়ের মজুমদার, এ্যাড. ওমর ফারুক খাঁন টিটু, মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটোয়ারী উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু, পৌর আহবায়ক মজিবুর রহমান, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এস.এম ফয়সাল হোসেন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর আহবায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।