হাজীগঞ্জে বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। তারা বন্যা শুরু থেকে উপজেলার বন্যাদুর্গত এলাকায় বোতলজাত মিনারেল ওয়াটার এর মাধ্যমে পানি সরবরাহ করেছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আওতায় বোতলজাত সুপেয় খাবার পানি উপজেলায় এখন পর্যন্ত মানুষের মধ্যে কয়েক হাজার লিটার নিরাপদ খাবার পানি এবং কয়েক হাজার পিস বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে।
বিশেষ করে উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের বাউড়পাড় আশ্রয় কেন্দ্র এলাকায় এগুলো বিতরণ করে এবং নলকূপ মেরামত ও জীবানুমুক্তকরণ কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত চলমান রয়েছে।
জনস্বাস্থ্যের জেলা নির্বাহী প্রকৌশলীর দিক নির্দেশনায় হাজীগঞ্জের সহকারী প্রকৌশলী মো. মাহবুব আফসারের সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের সকল স্টাফ আশ্রয় কেন্দ্রে বন্যার শুরু থেকে এখন পযর্ন্ত বন্যাদুর্গতদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সহকারী প্রকৌশলী মাহবুব আফসার বলেন, বন্যাকবলিত এলাকার মানুষ যাতে বিশুদ্ধ পানি পায় সে কার্যক্রম অব্যাহত আছে। সরকারের নির্দেশনার আলোকে আমার পুরো টিম মাঠে কাজ করছে।