হাজীগঞ্জে অসহায় দুস্থ নারীর মাঝে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ১৩৮ জনের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নে এসব চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, ট্যাগ অফিসারসহ ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা।
ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার বলেন,আমাদের ইউনিয়নের দুস্থ নারীদের মাঝে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ১৩৮ জনকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দু’বছর মেয়াদী এ প্রকল্প গত বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে।