মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
চাঁদপুরে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)।
প্যারেড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে জেলা পুলিশের এ সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন শেষে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ জেলা পুলিশের সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব ও কর্তব্য পালন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন৷
পরবর্তীতে তিনি জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, পুলিশ হাসপাতাল, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।