হাজীগঞ্জ বাজারে যানজটের ভোগান্তি কমাতে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বুধবার (৯ অক্টোবর) বিকালে এ অভিযান পরিচালনা করেন।
এসময় ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ অপসারণ ও হকারমুক্তকরণ এবং পার্কিং করে রাখা যানবাহন সরানো ও যত্রতত্র যাত্রী উঠা-নামাকারী পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।
সেনাবাহিনী ও হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত মঙ্গলবারও যানজটের ভোগান্তি কমাতে হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, হাজীগঞ্জ বাজারে নিত্যদিনের যানজটে ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। বিশেষ করে এ্যাম্বুলেন্সে থাকা রোগী ও স্বজন এবং জরুরি প্রয়োজনে যানবাহনে থাকা যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
এ যানজট নিরসনে বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হলেও প্রকৃতপক্ষে কোনো কাজে আসেনি। সম্প্রতি যানজট নিরসনে উপজেলা প্রশাসন পদক্ষেপ নেয়।
যার অংশ হিসেবে গত রোববার ও সোমবার ফুটপাত দখলমুক্তকরণে ব্যবসায়ী ও হকার এবং পার্কিং করা ও যত্রতত্র যাত্রী ওঠা-নামা পরিবহণ সংশ্লিষ্টদের উদ্দ্যেশ্যে মাইকিং করে সতর্ক করা হয়। এরপর মঙ্গলবার বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।