প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক হলেন, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই), চট্টগ্রামের সুপারিনটেনডেন্ট মো. জয়নাল আবেদীন। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. বিলকিস বেগমের স্বাক্ষরিত বুধবার (১৬ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা হতে প্রকাশিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
মো. জয়নাল আবেদীন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাঁকৈরতলা গ্রামের কৃতি সন্তান। তিনি চট্টগ্রামের আগে চাঁদপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই), আলীগঞ্জ, হাজীগঞ্জের সুপারিনটেনডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত ‘মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা এবং বিভিন্ন কর্পোরেশনের শূন্যপদে চলতি দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব প্রদান নীতিমালা, ২০২৩’ অনুযায়ী জ্যেষ্ঠতার ক্রমানুযায়ী মো. জয়নাল আবেদীনকে উপ-পরিচালক পদে চলতি দায়িত্বে পদায়ন করা হয়।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক পদে পদায়নে মো. জয়নাল আবেদীনকে হাজীগঞ্জ প্রেসক্লাব, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, প্রাথমিক শিক্ষক সমিতি, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকসহ হাজীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।