চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বৈধ লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা কচুয়া উপজেলার গোহট দঃ ইউনিয়নের চাপাতলি এলাকায় জিএবি ব্রিকফিল্ডের মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিবার্হী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি।
এ সময় জিএবি ব্রিক ফিল্ডের মালিককে বৈধ লাইসেন্স না থাকায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় ও ইটভাটায় তৈরিকৃত ইট গুলো কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে পানি দিয়ে বিনষ্ট করে দেয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি বলেন, সরেজমিনে ওই ইটভাটায় গিয়ে দেখা যায়, ইটভাটায় কোন বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। অবৈধভাবে ব্রিকফিল্ড পরিচালনা করায় ব্রিকফিল্ড মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানার পাশাপাশি ইটভাটায় কচুয়া ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় পানি দিয়ে তৈরিকৃত ইট গুলো বিনষ্ট করে দেয়া হয়েছে। এছাড়াও ওই ব্রিকফিল্ড এর কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানান তিনি।
ছবি: কচুয়ায় জিএবি ব্রিকফিল্ডে অভিযান পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি।