চাঁদপুরের মতলব উত্তরের ফরাযীকান্দি ওয়েসিয়া দরবার শরীফের পীর আল্লামা শায়খ সায়্যিদ মানযুর আহমদ বোরহানী’র ১২তম উয়েস্বাল শরীফ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বাদ আছর ফরাজীকন্দি ওয়েসিয়া দরবার শরীফের ‘আগামী ৩১অক্টোবর ও ১নভেম্বর-২০২৪ ইং রোজ বৃহস্পতিবার ও শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও দোয়া অনুষ্ঠান সাফল্যের লক্ষে মসজিদে ফাতেমাতুজ্ জাহরা মসজিদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আমীরে আলা নেদায়ে ইসলাম আল্লামা শায়খ ড. মোস্তাক আহমাদ উয়েসী রিফায়ী। ফরাযীকান্দি উয়েসিয়া মহিলা ফাজিল মাদ্রাসার শিক্ষক তারেক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফরাযীকান্দি উয়েসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতাউল করিম মুজাহিদ, ফরাযীকান্দি উয়েসিয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, জিসান শিকদার, শাকিল শিকদার, মাওলানা আবু হানিফ, জেলা যুবদল সদস্য মমিন প্রধান, যুবদল নেতা নজরুল গাজি, আহমদ মাস্টার, বালুচর গ্রামের মোশারফ হোসেন, শাহজালাল ঢালি, ছাত্র নেতা মানিক, সামির মৃধা, ছাত্র নেতা আব্দুল আজিজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্নীয়তের প্রচার ও প্রসারে অবদান রেখেছেন এবং বাতেলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আল্লামা মানযুর আহমদ। তিনি সুন্নীয়তের পতাকাকে সমুন্নত রাখার জন্য আজীবন বাতেলদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং ক্ষুরধার লেখনী ও অনলবর্ষী যুক্তিপূর্ণ ভাষনের মাধ্যমে বাতেলদের সকল সরযন্ত্রের মোকাবিলা করেছেন। তিনিই সকল ভ্রান্ত ধারনার সরুপ উম্মোচন করেছেন এবং এই সব এর দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। তিনি বাতেলদের বিরুদ্ধে অসংখ্য মোনাজেরায় অংশ গ্রহণ করেছেন এবং বিজয়ের সাফল্য নিয়ে ঘরে ফিরেছেন। বলা বাহুল্য তিনি ছিলেন সুন্নীয়তের এক অকুতোভয় সেনাপতি এবং মুজতাহিদ। তার ১২তম উয়েস্বাল শরীফ উদযাপন যাতে সঠিকভাবে উদযাপন করা হয় সেই লক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে আশ্বাস দেন বক্তারা।