হাজীগঞ্জ উপজেলার আর এম পি ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে নব-গঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হাজীগঞ্জ বাজারস্থ একটি রেস্টুরেন্টের কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি আব্দুল মজিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এম পি ওয়েল ফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এম এ গফুর। তিনি তার বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এছাড়াও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে স্থানীয় সদস্যদের একত্রে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম সৌরভ এবং কোষাধ্যক্ষ ডা. হোসেন ইমাম সাদিক। তারা আর এম পি ওয়েল ফেয়ার সোসাইটির মূল উদ্দেশ্য এবং সেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন এবং সদস্যদের মাঝে ঐক্য ও সহযোগিতার বার্তা দেন।
অনুষ্ঠানের শুরুতে নব-গঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং অতিথিরা ফুল দিয়ে তাদেরকে বরণ করেন। এ সময় তারা সদস্যদের সামনে তাঁদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করেন। এ পর্বে চাঁদপুর জেলা কমিটির সভাপতি হাজী মুকবুল হোসেন এবং সাধারণ সম্পাদক কালিদাস মন্ডল আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি ও সদস্যদের মধ্য থেকে কেউ কেউ নিজেদের মতামত ও ভবিষ্যতে সংগঠনের কর্মসূচি বাস্তবায়নের জন্য নানা দিক নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আর এম পি ওয়েল ফেয়ার সোসাইটির হাজীগঞ্জ উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. সাইফুল ইসলাম।