‘গড়বো দেশ করবো ভালো, মানব সেবায় তারুণ্যের আলো’ এই প্রতিপাদ্যে হাজীগঞ্জের তারালিয়া গ্রামে ‘তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন’ নামের একটি মানবিক, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার (১ নভেম্বর) বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
এ দিন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক ও ফিতা কেটে তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি সকল ভালো কাজে সংগঠনটির নেতৃবৃন্দের পাশে থাকার প্রতিশ্রুতি ও সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করেন।
সংগঠনের সভাপতি আফজাল হোসেন কামালের সভাপতিত্বে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মিয়াজী, সদস্য ডা. মো. মাসুম হোসেন, ডা. মো. কামাল হোসেন, মনির হোসেন সর্দার, হাফেজ মো. ইকবাল মাহমুদ, মো. তানভীর হোসেন, মো. মোয়াজ্জেম হোসেন ভুইয়া।
প্রচার সম্পাদক মো. মোত্তাকীন ইসলাম লিটনের উপস্থাপনায় সভার শুরুতে সংগঠনের গঠনতন্ত্র পাঠ করেন, সাংগঠনিক সম্পাদক রায়হান হোসেন রানা। বক্তব্য শেষে ১০ জন অস্বচ্ছল ও দরিদ্র পরিবারকে পোশাক (শাড়ি ও লুঙ্গি) প্রদান করা হয়। এছাড়াও দরিদ্র পরিবারের ৪ জন এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহযোগিতা করা হবে বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক সুলতান মাহমুদ ও আফজাল হোসেন কামালসহ শতাধিক উদ্যোমী তরুণ ও যুবকের অংশগ্রহণে প্রতিষ্ঠিত সংগঠনটির উদ্যোগে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।