ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়নের কড়ৈতলী বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে মনিটরিং করেন, উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান। এসময় প্রশাসনিক দায়ীত্বে থাকেন, ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়নের সচিব মো. সিদ্দিকুর রহমান মীর।
১৪ নভেম্বর( বৃহস্পতিবার) বিকালে মনির কাঁচা মালের দোকান, মনার মুদি দোকান, আব্দুল বারেক ফার্মেসি, বিল্লাল ফল ও ফারুক ফলের দোকান এবং মোল্লা মিষ্টির দোকানহস মাছের বাজার মনিটরিং করেন। মনিটরিং সময় দোকান মালিকদের বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে সচেতন। কোন ভাবেই ভোক্তার কাছ থেকে অতিরিক্ত দামে মালামাল বিক্রি করা যাবে না। অতিরিক্ত দামে বিক্রি করিলে ভ্রাম্যমান আদালের মাধ্যমে জরিমান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, কড়ৈতলী বাজারের সভাপতি মো. মাসুদ খান, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, সহ-সাংগঠনিক আমান উল্লাহ খান ফারাবী।