নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে মতলব উত্তরে প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট শিক্ষার্থীরা।
বুধবার (২০ নভেম্বর ) সকালে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা র্যালিসহ আশেপাশের সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফেলে রাখা ময়লা আবর্জনা পরিষ্কার করেন তারা।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পরে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করতে বিভিন্ন স্কুলের কাব স্কাউট শিক্ষার্থীরা হাতে ঝাড়– ও বেলচা নিয়ে নামতে দেখা গেছে। পরে রাস্তায় পরে থাকা ময়লা পরিষ্কার করে ব্যাগে ভরে নির্দিষ্ট ময়লার ভাগাড়ে ফেলছে।
উপজেলার ৩৬ নং সাদুল্যাপুর সপ্রাবি’র কাব শিক্ষার্থী তনয়া হোসেন ফারিয়া জানান, আজ আমরা কাব স্কাউট শিক্ষার্থীরা নিজের দায়িত্ব মনে করে পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সামাজিক কাজ শুরু করেছি। এখন থেকে আমাদের বিভিন্ন সামাজিক কাজকর্ম চলমান থাকবে। সামাজিক ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে চাই।
দক্ষিণ ব্যসদি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক ও কাব স্কাউট লিডার শ্যামল কুমার বাড়ৈ বলেন, মান সম্মত শিক্ষার জন্য প্রয়োজন সুষ্ঠু ও নির্মল পরিবেশ। শিক্ষাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। কাব রস্কাউট শিক্ষার্থীদের এমন উদ্যোগ প্রশংসনীয়।