বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকটার্মিনাল সিদ্ধিরগঞ্জের শিমরাইল শাখার ট্রাক টার্মিনাল মাঠের সংস্কার কাজ চলছে শ্রমিক ইউনিয়নের সভাপতি ও নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো. আইউব আলী মুন্সীর উদ্যাগে৷
বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে টার্মিনালের মাঠে দুটি ভেকু লাগানো হয়েছে মাঠ সংস্কারের জন্য৷ দুপুরে সংস্কারকাজ পরিদর্শন করেন ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার সভাপতি আইউব মুন্সী৷ মাঠের বিভিন্নস্থানে উচু নিচু ও গর্ত ভরাট করে সমান করার জন্য ভেকু চালককে দিক নির্দেশনা প্রদান করেন আইউব আলী মুন্সী৷
এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ও পিকাপ মালিক সমিতির শিমরাইল শাখার আব্দুস সাত্তার, মো.সেন্টু বেপারী এবং নারায়ণগঞ্জ ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি হাবিবুল্লাহ হবুুল, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু এবং শ্রমিক কমিটির নেতা মোসলে উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ৷
গত ১৬ বছর এই টার্মিনালের কোন উন্নয়নের কাজ না করে চাঁদাবাজির মহোৎসব করেছে ফ্যাসিস্টরা৷ টার্মিনালের গাড়ি রাখার পরিবেশ নষ্ট করে নানা অপকর্ম চালিয়েছে৷ ট্রাক টার্মিনালে ছিল বড় বড় গর্ত, উচু নিচু এবং কাদাপানিতে সয়লাব৷ টার্মিনালের উন্নয়নের দিকে কোন লক্ষ্য না রেখে ফ্যাসিস্টরা লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন করে নিজেদের আখের গুচিয়েছেন৷ টার্মিনাল ও ট্রাক চালক ও মালিকদের কল্যাণে কোন কাজ হয়নি৷ এই ট্রাক টার্মিনালের প্রতিষ্ঠাতা আইউব আলী মুন্সী৷
বিগত ১৬ বছর ফ্যাসিস্টরা টার্মিনালটি জবর দখল করে রাম রাজত্ব ও চাঁদাবাজির মহোৎসব পালন করেছে৷ আওয়ামীলীগ সরকারের পতনের পর ট্রাক টার্মিনাল ছেড়ে চাঁদাবাজরা পালিয়ে গেছে৷
ট্রাক টার্মিনালের পরিবেশ না থাকায় অধিকাংশ ট্রাক মহাসড়কে রাখতে বাধ্য হতো ট্রাক চালকরা৷ মহাসড়কের ট্রাক রাখার কারণে অনেক দুর্ঘটনা সংঘটিত হতো৷ ট্রাক টার্মিনালের পরিবেশ সুন্দর ও মহাসড়কে ট্রাক দূর্ঘটনা থেকে বাঁচাতে টার্মিনালের এই সংস্কার কাজ৷
টার্মিনালের ট্রাক মালিক, শ্রমিকসহ সর্বসাধারনের অনুরোধে আইউব আলী মুন্সীকে টার্মিনালের হাল ধরার অনুরোধ করলে আইউব আলী মুন্সীর গড়া শিমরাইল ট্রাক টার্মিনালের নির্যাতিত মালিক শ্রমিদের কথা ভেবে আবারও তিনি টার্মিনালের হাল ধরে শুরু করে দিয়েছেন টার্মিনালের মাঠের সংস্কার কাজ৷ মাঠে বড় বড় গর্ত ও উচু নিচু থাকায় ট্রাক লোড আনলেড এবং পার্কিং করার ক্ষেত্রে ট্রাক চালকরা নানা সমস্যার সম্মুখীন হতেন৷ টার্মিনালের মাঠ সংস্কার করার ফলে টার্মিনালে ওই সব যানবাহন পার্কিং ও লোড আনলোড করার আর কোন ঝামেলা থাকবেনা বলে মনে করেন নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ও শিমরাইল ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আইউব আলী মুন্সী৷