বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন,অন্তবর্তী কালীন সরকারকে কোন অবস্থাতেই ব্যর্থ হতে দেয়া যাবে না। জননেতা তারেক রহমানের ঠিকানা বিদেশে নয় বাংলাদেশে।তারেক রহমান বাংলাদেশে আসার ব্যাক্তিগতভাবে প্রস্তুতি সম্পন্ন করেছেন। আইনগতভাবে যে সমস্ত জটিলতাগুলো আছে,অবৈধ শেখ হাসিনার সরকার করেছে।
আমি অন্তবর্তী কালীন সরকারকে অনুরোধ করবো,অনতিবিলম্বে এগুলোর প্রক্রিয়াধীন কাজ কর্ম শেষ করলেই,তিনি যেকোন সময় দেশে আসবেন। সকলের কাছে তারেক রহমান দোয়া চেয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে তিনি চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি চাইনিজ রেস্টুরেন্টে মিলনায়তনে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,
কেউ এমপি হবে,মন্ত্রী হবে,এম্বাসেডর হবে আমার সেই শখ নেই। আমার স্বপ্ন হলো আপনাদের পাশে থেকে আপনাদের ভাই হয়ে আপনাদের সাথে কথা বলা।আপনারা আমাকে আপনাদের ভাই হিসেবে পাশে দাঁড়ানোর একটু সুযোগ দিবেন। আল্লাহ কারো কপালে কোন সম্মান লিখে থাকলে সেটা সে পাবেই। আমাদের মনে রাখতে হবে,কাউকে অসম্মান করে নিজে সম্মান পাওয়া সম্ভব নয়।
এছাড়া নেতাকর্মীদের আগামী দিনে দল যেভাবে নির্দেশনা দিবে,সেভাবে সবাইকে কাজ করার পরামর্শ দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী,যুবদল নেতা সাইফুল করিম মিনার তাজুল ইসলাম সুমন,বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম,বিল্লাল হোসেন খোকন, ফখরুল ইসলাম পাটোয়ারী,আমিমূল এহসান হৃদয়।
হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল বাসার,আহসান কলিম, মনির হোসেন খান,কাজী জসিম উদ্দিন, ইয়াসিন আরাফাত অনিক,মিজানুর রহমান, দিলদার হোসেন কেসলু,সালাউদ্দিন আহমেদ ফারুক,বিল্লাল সরদার,টিপু সুলতান জমিদার,কবির হোসেন,সাংবাদিক হাবিবুর রহমান,সাখাওয়াত হোসেন,আজাদ কাশারি,জহির হোসেন,বাবু সরদার প্রমুখ।