হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলামের নেতৃত্বে বাজার মনিটরিং করা হয়। রবিবার হাজীগঞ্জ বাজারের বনিক ষ্টোর, পরান ষ্টোর, শফিক মুদি, রাজিব ষ্টোরসহ ছোট বড় ২০/২৫ টি দোকানে তেলের সঠিক মূল্যসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল যাচাই বাচাই করেন।
এসময় ইউএনও রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশের চলমান নিত্যপ্রয়োজনীয় বিশেষ করে সোয়াবিন তেল, পেয়াজ, আটা, লবন ও চাল বাজারে কোন ঘাটতি নেই। কোন ব্যবসায়ী যেন বাড়তি দামে মালামাল বিক্রি করতে না পারে সেই দিকে আমরা প্রশাসনিক ভাবে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।
হঠাৎকরে বাজার মনিটরিং এর সময় উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরীসহ স্থানীয় ও জাতীয় পত্রিকার একাধিক গণমাধ্যম কর্মী।