অনলাইন ডেস্কঃ
সায়েদা আক্তার (৫) নামে এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে শিশুটির বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত শিশু সায়েদা কুতুবপুর গ্রামের মো. দিলু মিয়ার মেয়ে।
এলাকাবাসী জানান, রোববার সকালে বাড়ির পাশে সায়েদার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
এ ব্যাপারে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, নিহত শিশুটির পরিবারের সঙ্গে প্রতিবেশী ইউসুফ মিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছে বলে জানা গেছে। তবে কারা হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
ওসি আরও জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।