মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামাজিকভাবে সোচ্চার হতে হবে-সেহলী পারভীন
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন বলেছেন, মানবাধিকার হল জাতি, লিঙ্গ, জাতীয়তা, গোষ্ঠী, ভাষা, ধর্ম বা অন্য কোন অবস্থা নির্বিশেষে সমস্ত মানুষের অন্তর্নিহিত অধিকার। মানবাধিকারের মধ্যে রয়েছে জীবন ও স্বাধীনতার অধিকার, দাসত্ব ও নির্যাতন থেকে মুক্তি, মত প্রকাশের স্বাধীনতা, কাজ ও শিক্ষার অধিকার ইত্যাদি। বৈষম্য ছাড়াই প্রত্যেকেই এই অধিকারগুলো পাওয়ায় হলো মানবাধিকার।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নারায়ণগঞ্জে হিউম্যান এইড হ ইন্টারন্যাশনাল এর জেলা শাখার পরিচিতি সভা ও মানবাধিকার বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করতে হবে জানিয়ে আলোচনা সভায় সেহলী পারভীন মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী ও সুবিধা বঞ্চিত মানুষ যেন এর সুফল পায় সেজন্য কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন।
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ এর সভাপতি এডভোকেট মোঃ সহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তৃতা দেন, দৈনিক খবরের পাতার সম্পাদক ও প্রকাশক এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ জাকির, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর সহকারী মহাসচিব সাঈদা সুলতানা, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নীতি নির্ধারক ইলিয়াস আহমেদ, নারায়ণগঞ্জ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহ আলম সহ অনেকে।