হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পাতানিশ পূর্বপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মূখে ওয়ার্ড বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আ. কুদ্দুছ মুন্সীর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কানু পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. জসিম উদ্দিন কাঞ্চন।
সাবেক ছাত্রনেতা মো. মাসুদ আলম খান এর সঞ্চালনায় উপজেলা বিএনপি নেতা মো. আবুল কালাম, পৌর বিএনপির সহ-সভাপতি এড. মো. ওমর ফারুক খান টিটু, যুবনেতা এড. মুজাহিদুল ইসলাম সাদ্দাম, ইউনিয়ন বিএনপির যুগ্নআহবায়ক মো. আলমগীর হোসেন, বাবুল হাজী, মফিজুল ইসলাম পাটওয়ারী, আবু তাহের মোল্লা, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মাসুদ খন্দকার, কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন খান, সহসভাপতি ইসমাইল হোসেন পন্ডিত, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির খান, ইয়াসিন আরাফাত মুন্সী, মৎস্য দলের সভাপতি রিপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, ১নং ওয়ার্ড যুবদলের সাবে সাধারণ সম্পাদক মহিনউদ্দিন, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাউছার খন্দকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন দ্বিবার্ষিক সম্মেলনের নির্বাচন কমিশনার এড. ওমর ফারুক খান টিটু। নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক আ. হাই সর্দার। পরে নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচছা জানান নেতৃবৃন্দ।