হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন যুবদলের (পূর্ব) সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন সোহেলের (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বাদ আছর উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের কাজিরগাঁও ঈদগাহ মাঠে জানাযা ও মরহুমের স্মৃতিচারণ শেষে পারিকারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার ইমামতি করেন, হাজীগঞ্জ মডেল মসজিদের পেশ ইমাম মাও. মো. মিজানুর রহমান।
এর আগে এদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাজ্জাদ হোসেন সোহেল। শনিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে তিনি ঢাকায় ব্রেনস্টোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি উপজেলার কাজিরগাঁও গ্রামের মৃত আবুল কালাম আজাদ জিতু মিয়ার তৃতীয় সন্তান। মৃত্যুকালে সাজ্জাদ হোসেন সোহেল তার বাবা, মা, স্ত্রী, অবুঝ দুই ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
স্মরণ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল, কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন, গ্রাম ও এলাকাবাসীর পক্ষ থেকে আলহাজ¦ রফিকুল ইসলাম মেম্বার প্রমুখ।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. মাসুদ হোসাইনের উপস্থাপনায় স্মরণ সভায় পরিবারের পক্ষ থেকে নিহতের বড় ভাই রেজাউল করিম মিন্টু বলেন, সাজ্জাদ হোসেন সোহেল একজন ব্যবসায়ী। দোকানের মালামাল আনার জন্য সে ঢাকায় গিয়েছিলো। পাশাপাশি সে ডাক্তারও দেখাবে। এর মধ্যে সে শনিবার রাতে ব্রেনস্টোক করে অসুস্থ হয়ে পড়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
তিনি বলেন, সোহেল ব্যবসার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় ছিলো। চলার পথে সে যদি কোন ভুল করে থাকে, তাহলে ক্ষমা করে দিবেন। আর যদি কারো সাথে দেনা-পাওনা থাকে, তাহলে তাঁর সাথে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি। এসময় কান্নাজড়িত কন্ঠে ে তিনি সাহেলের অবুঝ তিন শিশু সন্তানের জন্য দোয়া কামনা করেন।
এদিকে সাজ্জাদ হোসেন সোহেলের মৃত্যুতে শোক প্রকাশ করে জানাযা’য় অংশগ্রহণ করেন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম, সাবেক সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান।
এসময় পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী, সমর্থকসহ স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।