হাজীগঞ্জ উপজেলা অফিস প্রধান এসএম মিরাজ মুন্সীর বড় বোন নাজমুন নাহার (৫০) আর নেই। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার মেডিকেল সংলগ্ন বার্ন ইউনিট প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমা নাজমুন নাহার জীবদ্দশায় একজন সমাজকর্মী এবং শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য তিনি প্রশংসিত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই সন্তান ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, নাজমুন নাহার দীর্ঘদিন ধরে এলার্জি ও ডায়াবেটিসে ভুগছিলেন। গত ৮ ডিসেম্বর, রোববার ভোরে আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত তিনি দগ্ধ হন। এতে তার শরীরের ৩৫% অংশ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, শরীরের গুরুতর দগ্ধ অংশ এবং অতিরিক্ত ডায়াবেটিসের কারণে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। অবশেষে মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।