উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন ‘স্বপ্ন’ আয়োজিত ২য় পর্যায়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে প্রশিক্ষণ সম্পন্ন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফরিদগঞ্জের ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্বপ্ন’র প্রকল্প কর্মকর্তা মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শাহআলম শেখ। প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন স্বপ্নের ইউনিয়ন প্রতিনিধি শারমিন রীমা।
উক্ত প্রশিক্ষণে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরকে জেন্ডার-সংবেদনশীলতা অর্থাৎ, নারী পুরুষের লিঙ্গ বৈষম্যতা দূরীকরণ, বিভিন্ন দুর্যোগে ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনে জনসাধারণের ভূমিকা কেমন হওয়া দরকার- এসব বিষয়ে সুস্পষ্ট ধারণা প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণের সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শাহআলম শেখ এবং প্রকল্প কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন, আমরা কখনোই যেন নারী ও পুরুষের মাঝে বৈষম্য বা বিভাজন তৈরি না করি। নারী ও পুরুষের সমান অধিকার। নারী যেমন করে সন্তান ধারণ করে সন্তান জন্ম দেয়, তেমনি একজন পুরুষও সন্তানকে সঠিকভাবে মানুষের মতো মানুষ করতে সমানভাবে দায়িত্ব গ্রহণ করেন। আমরা নারীকে অবজ্ঞার চোখে দেখব না। আর, প্রশিক্ষণের অন্যান্য বিষয়ে যতটুকু ধারণা ও পরামর্শ আজকে পেয়েছেন ও জেনেছেন, তা যথাযথভাবে পালন করা আমাদের দায়িত্ব বলে মনে করছি। আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি। যদি নিজেরা সচেতন না হই, তাহলে একদিন আমাদের অবস্থা ভয়াবহ হবে। আমরা প্লাস্টিক বর্জন করব, বেশি বেশি বৃক্ষরোপণ করব, পলিথিন ব্যবহার করা থেকে বিরত থাকব।
প্রশিক্ষণে এসময় ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব প্রবাহ চন্দ্র ঘোষ, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও মহিলা মেম্বার, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, দুঃস্থ নারীদের প্রতিনিধি, সমাজকর্মী, ইমাম প্রতিনিধি, স্বেচ্ছাসেবক প্রতিনিধি, উদ্যোক্তা প্রতিনিধি, রেডক্রিসেন্ট কর্মী প্রতিনিধি প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #