বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, আলেম ওলামাদের সবচেয়ে সম্মান দিয়েছে বিএনপি। বিএনপির সাথে আলেম সমাজের রয়েছে ঐতিহাসিক সুসম্পর্ক। তিনি গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তরে আমুয়াকান্দি দারুস সুন্নাহ যুব সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ইছালে ছাওয়াব বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে। তখন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এর প্রতিবাদ জানিয়েছিলো। বেগম জিয়া একাধিকবার আলেম ওলামাদের হত্যা এবং হয়রানির প্রতিবাদ জানিয়েছিলো। বিএনপি ক্ষমতায় আসলে মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে। সবখানে গুরুত্ব দেওয়া হবে মাদ্রাসা শিক্ষার্থীদের। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাদ্রাসা শিক্ষার্থী এবং আলেম ওলামার কাছে দোয়া চান তিনি।
পীর সাহেব অধ্যক্ষ শাইখ আশফাক আহমাদ এর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন, পীর মুফতি গিয়াস উদ্দীন আত্ব-তাহেরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলমগীর সরকার’সহ আরো অনেকে।
এসময় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমদাদ খান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, যুগ্ম আহ্বায়ক মুরাদ বেপারী ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী উপস্থিত ছিলেন।