মহান বিজয় দিবস উপলক্ষে সহগ (সহযোগিতার এক নব অধ্যায়) এর উদ্যোগে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় হরিপুর ও গন্ধর্ব্যপুর গ্রামের চারটি প্রাথমিক বিদ্যালয় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গন্ধর্ব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামলী গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি বেসরকারি প্রতিষ্ঠান ‘হলিচাইল্ড মডেল একাডেমি’ এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল একাধিক চিত্তাকর্ষক ইভেন্ট, কবিতা আবৃত্তি (দুটি গ্রুপ: প্রথম শ্রেণি-তৃতীয় শ্রেণি এবং চতুর্থ শ্রেণি ও তদূর্ধ্ব) দেশাত্মবোধক গান, দৌড় প্রতিযোগিতা, মোরগের লড়াই (দুটি গ্রুপ: দ্বিতীয় শ্রেণি পর্যন্ত এবং তৃতীয় শ্রেণি ও তদূর্ধ্ব),পাতিল ভাঙা, দড়ি লাফ (প্রথম শ্রেণি-তৃতীয় শ্রেণি এবং চতুর্থ শ্রেণি ও তদূর্ধ্ব), হাতি উড়ে পাখি উড়ে, অঙ্ক দৌড় (চতুর্থ শ্রেণি ও তদূর্ধ্ব), ব্যাঙের লাফ, শিক্ষিকাদের জন্য বালিশ খেলা, যেমন খুশি তেমন সাজ।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় সহগ এর সদস্যবৃন্দ এবং উল্লিখিত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সহগ এর সভাপতি ওমর ফারুক পাটোয়ারী সমাপনী বক্তব্য প্রদান করেন। এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি সৈয়দ ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক সুজন চন্দ্র ঘোষ, সহসাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল তুহিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মজুমদার, অর্থ সম্পাদক সৈয়দ মাঈনুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুল হুদা শামিম।
এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের দেশপ্রেম, সাংস্কৃতিক চেতনা ও শারীরিক সক্ষমতা বিকাশের লক্ষ্য অর্জিত হয়েছে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।