Header Border

ঢাকা, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
শাহরাস্তির বলশীদে বার্ষিক ইছালে ছওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। শাহরাস্তির হাটপাড় প্রিমিয়ার লীগ (HPL) সিজন-১লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজহারুল হক মুকুলের নেতৃত্বে মতলব উত্তরে ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ মতলব উত্তরের চরমাছুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দেশ বদলাতে গিয়ে আমরা যাতে আগের অবস্থায় ফিরে না যাই: জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করতে হবে: জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে পদোন্নতি পেলেন ডাঃ মোঃ জাহিদ ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন তারুণ্যের উৎসবে অতিথির সারিতে ওলামালীগের সভাপতি, স্থান হয়নি বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দের 

বিশ্ববিদ্যালয় পরিচালনায় অংশীজনদের সহায়তা চাইলেন উপাচার্য

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) ‘‘বর্তমান সমস্যাসমূহ অবহিতকরণ এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় করণীয়’’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ভবন-২ এ সভার আয়োজন করা হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় পরিচালনায় গণমাধ্যমকর্মীসহ সকল অংশীজনদের সহায়তা কামনা করেন।
উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজন। তাই, আমি কখনো দুর্নীতি করবো না ও দুর্নীতিকে প্রশয়ও দেব না। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত। এ ছাড়া এ সভায় জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জমি অধিগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ তুলে ধরেন। আলোচনা সভা শেষে উপাচার্য সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উপস্থিত গণমাধ্যমকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে ফিরে যাওয়ার তাগিদ দেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট, আবাসন সংকটসহ সব ধরনের সমস্যা স্থায়ী ক্যাম্পাসে ফিরতে পারলে সমাধান সম্ভব। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য উপাচার্যকে বেশকিছু এলাকার জমির নাম উল্লেখ করে এগুলোর সম্ভাব্যতা যাচাইয়ে উপাচার্যকে পরামর্শ দেন।
সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত বলেন, এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ে তুলতে আমাদের মিডিয়া পরিবারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো. বাইজীদ আহম্মেদ রনি ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষক সুষ্মিতা করের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো. বাইজীদ আহম্মেদ রনি। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক অস্থায়ী হল ভাড়া গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন বর্ধিতকরণের নিমিত্ত ভবন ভাড়াকরণ। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপন।
বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাব স্থাপন এবং লাইব্রেরি বর্ধিতকরণ। বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সেল গঠন। বিশ্ববিদ্যালয়ের IQAC Cell গঠন। বিশ্ববিদ্যালয়ে গবেষণা ক্ষেত্রে অনুদান এবং শিক্ষা বৃত্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ। চাঁদপুরে উপাচার্য মহোদয়ের নিরাপত্তার স্বার্থে উপাচার্যের বাসস্থান সুবিধাজনক জায়গায় ভাড়াকরণ। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে ও উপাচার্য মহোদয়ের নিরাপত্তা বিধানের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিশ্চিতকরণ। ইত্যাদি।
আরো পড়ুন  চাঁদপুরের কোথাও সোমবার রাত ৮টায় বন্ধ হয়নি দোকানপাট, বিপণী বিতান ও মার্কেট | Rknews71

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শাহরাস্তির হাটপাড় প্রিমিয়ার লীগ (HPL) সিজন-১লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন
ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজহারুল হক মুকুলের নেতৃত্বে মতলব উত্তরে ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ
মতলব উত্তরের চরমাছুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
দেশ বদলাতে গিয়ে আমরা যাতে আগের অবস্থায় ফিরে না যাই: জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করতে হবে: জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

আরও খবর

error: Content is protected !!