পারিবারিক কলহের জের ধরে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের দক্ষিণ সানকিভাঙ্গা গ্রামে সেলিনা বেগম (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
বুধবার (১ জানুয়ারি) দুপুর নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেলিনা বেগম সানকিভাঙ্গা গ্রামের মো. রাসেলের স্ত্রী, ৭বছরের ফাতেমা নামে একটি কন্যা সন্তান রয়েছে। তার বাবার নাম মো. নজরুল ইসলাম।
জানা যায়, ৮ বছর আগে সেলিনা বেগম তার স্বামী মো. রাসেল এর সাথে বিবাহ হয়। তারপর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই কথা কাটাকাটি সহ ঝগরা বিবাদ হয়। বুধবার সকালে আবার কাটাকাটি হলে স্বামী মো. রাসেল তাকে মারধর করে। সেই অপমান সইতে না পেরে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সেলিনা বেগম।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।