মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে সারাদেশের মতো হাজীগঞ্জেও ৫ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক এ ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৩ মে পর্যন্ত সারাদেশে এ সপ্তাহ উদযাপন করা হবে।
এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহন করুন’। কানুনগো মোহাম্মদ লোকমান হোসেনের উপস্থাপনায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ সেবা সপ্তাহের কার্যক্রম শুরু করা হয়।
এ সময় সহকারী সেটেলমেন্ট অফিসার (ভারপ্রাপ্ত) আবদুস সাত্তার, সার্ভেযার কাজল মিয়া, প্রধান সহকারী শ্যামলী রানী শীল, নাজির ইব্রাহিম খলিলসহ ভূমি অফিসের অন্যসকল কর্মকর্তা ও সেবাগ্রহিতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহে যেসব সেবা প্রদান করা হবে, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেয়ার নিয়ম ও পরিশোধ করা, ই-নাম জারীর আবেদন, অনলাইন খতিয়ান/ ডিসিআর সরবরাহ, ঘরে বসে ডিসিআর/ ম্যাপ/ খতিয়ান পাওয়ার পরামর্শ প্রদান।
জমি ক্রয়ের পূর্বে যা যা জানা জরুরী সেসব বিষয়ে পরামর্শ, ভূমি অধিগ্রহন সংক্রান্ত পরামর্শ, দলিল/ রেকর্ড ও জরিপের ভূল সংশোধনের আবেদনসহ পরামর্শ, ভূমি সংক্রান্ত যেকোন অভিযোগসহ হটলাইনের নাম্বারের (১৬১২২) অভিযোগ প্রদানে পরামর্শ।
নতুন হোল্ডিং খোলার নিয়মবালীসহ সহযোগিতা, জল মহাল,বালু মহাল ইজারা নেওয়ার নিয়মাবলীসহ আইনী পরামর্শ, ভূমি অফিস সংক্রান্ত যে কোন অভিযোগ লিখিত আকারে গ্রহন, ভূমি উন্নয়ন কর পরিষোধের বিষয়ে পরামর্শ প্রদান।
গত ৩১ মার্চ থেকে শুরু হওয়া ভূমি উন্নয়ন কোট নাম জারির আবেদনের কোট ফি ও নোটিশ ফি জমা দেওয়ার নিয়মাবলী, ভূমি সংক্রান্ত জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোন বিষয়ে অবহিতকরণ ও সমাধানসহ ভূমি সংক্রান্ত সকল সেবা দেয়া হচ্ছে।