কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁনপাড়া,হরিপুর,উত্তর মাঝিগাছা গ্রামের শীতার্তদের মাঝে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম দিপু কম্বল বিতন করেন। প্রয়াত পিতা মরহুম ফজলুল হক মাষ্টার স্মরনে শীতার্ত ১শ মানুষের মাঝে কম্বল বিতরন করেন।
মঙ্গলবার ৯ জানুয়ারি সকালে বিতারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উঃ মাঝিগাছা পাটোয়ারী বাড়িরতে ওয়ার্ডের ৩টি গ্রামের ১শ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়। কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,কম্বল বিতরণের উদ্যোক্তা ও ৩নং বিতারা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম দিপু,ইউপি সদস্য ইসমাইল মোল্লা,কচুয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব,১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ পাটোয়ারী।
এ সময় আরিফুল ইসলাম দিপু বলেন,আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেনো এভাবে সব সময় মানুষের কল্যানে কাজ করে যেতে পারি। আমাদের ওয়ার্ডে যে সকল দরিদ্র পরিবারের মেধাবী সন্তানদের অর্থনৈতিক সমস্যার কারনে লেখাপড়া করতে সমস্যা হচ্ছে,তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের পরিবারের পক্ষ থেকে আমি তাদের লেখাপড়ার দায়িত্ব নেবো।
প্রসঙ্গত: ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ আরিফুল ইসলাম দিপু পিতা স্কুল শিক্ষক ফজলুল হক মাষ্টার ২০১৪ সালের ২২ অক্টোবর ইন্তেকাল করেন।