Header Border

ঢাকা, রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
শিরোনাম
পাইকপাড়ায় যুবলীগ-ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলের কর্মীদের উপর হামলা  হাজীগঞ্জের লাল-সবুজ স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন হাজীগঞ্জে পানিবন্দী মানুষের মাঝে মৎস্যজীবি দলের ত্রাণ সামগ্রী বিতরণ শিষ্ট ব্যবসায়ী আঃ মান্নান পাটোয়ারীর শাহরাস্তি প্রেসক্লাবের সম্মাননা স্মারক গ্রহণ প্রধান উপদেষ্টার একান্ত সচিব- ২ হলেন মতলব উত্তরের সজীব নবপ্রত্যয় যুব সংঘ”এর উদ্যোগে বন্যাকবলিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ বাস আটকে ৬৫ ভরি সোনা ছিনতাই, নেতৃত্বে যুবদল নেতা! চাঁদপুরে জাল সনদে সহকারী গ্রন্থাগারিক নিয়োগ পান যুবলীগ নেতা কাউসার শাহরাস্তিতে আঃ মান্নান পাটোয়ারী এন্ভ সন্স ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত শাহরাস্তিতে ফখরুল আলম পাটোয়ারীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

হাজীগঞ্জ কাঁঠালী চিলড্রেন পার্কে অনুমোদনহীন বন্যপ্রাণীসহ নানা অনিয়ম – Rknews71

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাজীগঞ্জে গত প্রায় ৫ বছর ধরে চলে আসছে কাঁঠালী চিলড্রেন পার্ক এন্ড কাবাব হাউজ। যেখানে রয়েছে অনুমোদনহীন কিছু দেশী বিদেশী বন্যপ্রাণী। ভিতরের শিশুদের জন্য কিছু খেলার রেডস থাকলে প্রবেশ মূল্য ও খাবারের দাম রাখছেন দিগুণ।  এর মাঝে পার্কের দু’পাশে নির্জন পরিবেশ গড়ে তোলায় প্ররকীয়া জুটিসহ ও স্কুল-কলেজে পড়ুয়া প্রেমিক প্রেমিকাদের যেন মিলন মেলা। উপজেলা শহরের পাশে হাজীগঞ্জ – কচুয়া সড়কের কাঁঠালী চিলেন্ড পার্কে এমন নানা অনিয়ম থাকলেও যেন প্রশাসনের তেমন নজরে নেই। যে কারনে পার্ক কর্তৃপক্ষ এর পরিধি বিস্তারের পাশাপাশি অনিয়মের মাত্রা বাড়াতে পেরেছে বলে স্থানীয়দের অভিযোগ।
জানাযায়, কাঁঠালী চিলেন্ড পার্কটির মালিক মৃত হাজী সুলতান মুন্সীর ছেলে হাফিজুর রহমান।
পার্কটি গড়ে উঠেছে মাত্র একটি ইউনিয়ন পরিষদের ব্যবসায়ীক ট্রেড লাইসেন্স ধারা। অথচ এর ভিতরে বাকি রয়েছে পরিবেশ অধিদপ্তর, বন্যপ্রাণী, পাখি  অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তরে লাইসেন্স।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁঠালী চিলেন্ড পার্কে প্রবেশ করতে টিকেট প্রতি দর্শনার্থীদের কাছ থেকে রাখে ২০ টাকা করে। ভিতরে নৌকা, চর্কি উঠতে জন প্রতি নেওয়া হয় ৫০ টাকা করে। এর মাঝে পার্কের পশ্চিম ও পূৃর্ব পাশে কিছু দুরে তাকালে চোখে পড়ে বিভিন্ন উঠতি বয়সের যুবক যুবতী পাশাপাশি বসে অসামাজিক কার্যকালাপে লিপ্ত রয়েছে।
পার্কের দ্বিতীয় তলায় কাবাব হাউজে দর্শনার্থীরা খাবার খেয়ে হচ্ছেন প্রতারিত।  বার্গার, লুচি, কাবাব থেকে শুরু করে যেসকল খাবার রয়েছে দামের তুলনায় খাবারের মান যথেষ্ট নয় বলে ওমর ফারুক, রুবেল, মনির হোসেনসহ কয়েকজন দর্শনার্থী অভিযোগ করেন।

এছাড়া পার্কের খাচায় বন্ধী রয়েছে বাজিগর,  বানর, ঘুঘু, খরগোশ, ঈগল পাখি, বাবুই পাখি, টিয়া, মাছরাঙা পাখি, অজগর সাপসহ নানা প্রজাতির প্রাণী। এগুলো রাখার কোন অনুমোদন নেই পার্ক কর্তৃপক্ষের। নিজেদের ব্যবসায়ীক চিন্তা মাথায় রেখে দেশী প্রজাতির বন্যপ্রাণী বছরের পর বছর ধরে বন্ধী রেখে টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা অব্যাহত রেখেছে। এর মাঝে বন্যপ্রাণী অধিদপ্তরে লিখিত প্রাপ্তির ভিত্তিতে ঢাকা থেকে তদন্ত টিম পরিদর্শনে আসে। তথন এ ধরনের পরিবেশ না থাকায় বরং পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানা যায়।

আরো পড়ুন  মতলব উত্তরে জাহানারা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন | Rknews71

কাঁঠালী গ্রামের বাসিন্ধা নাজমূল,  কবির, হারুসহ কয়েকজন বলেন, গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে এ পার্কের কারনে। এর ভিতরে স্কুল কলেজ থেকে শুরু করে নানা বয়সী যুবক যুবতী ঘন্টার পর ঘন্টা বসে অসামাজিক কার্যকালাপে লিপ্ত রয়েছে।

কাঁঠালী চিলড্রেন পার্কের প্রতিষ্ঠাতা হাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি ঢাকায় আছেন বলে জানান।

হাজীগঞ্জ উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর রমিজউদ্দিন বলেন, খাবারের মান নিয়ে অভিযোগ থাকলে অবস্যই আমরা তদন্ত করে দেখবো।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, বন্যপ্রাণী আইনে পার্কে কি ধরনের প্রাণী রাখা যাবে এবং অসামাজিক কার্যকালাপে পার্ক কর্তৃপক্ষের উদাসীনতা রয়েছে কিনা তা ক্ষতি দেখে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পাইকপাড়ায় যুবলীগ-ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলের কর্মীদের উপর হামলা 
হাজীগঞ্জের লাল-সবুজ স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন
হাজীগঞ্জে পানিবন্দী মানুষের মাঝে মৎস্যজীবি দলের ত্রাণ সামগ্রী বিতরণ
শিষ্ট ব্যবসায়ী আঃ মান্নান পাটোয়ারীর শাহরাস্তি প্রেসক্লাবের সম্মাননা স্মারক গ্রহণ
প্রধান উপদেষ্টার একান্ত সচিব- ২ হলেন মতলব উত্তরের সজীব
নবপ্রত্যয় যুব সংঘ”এর উদ্যোগে বন্যাকবলিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

আরও খবর

error: Content is protected !!