ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছে। এঘটনায় ইজিবাইক আরোহী ৪ জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ব্রীজের ঢালে এ দূর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে ইজিবাইক চালক আনিছুর হোসেন মারা যান। মৃত আনিছুর হোসেন রংপুর জেলার পীরগাছার উপজেলার সুকান পুকুর এলাকার আব্দুল ওহাব এর ছেলে।
ঢাকা টু লাকসাম গামী হিমালয় এক্সপ্রেস (ঢাকা মেট্টো ব-১৫-১৩৫৯) কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ আটক করে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, দূর্ঘটনার পর পর বাস আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।