নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
৭ ফেব্রুয়ারী শুক্রবার ভোর পৌনে ৫টায় ফতুল্লা রেললাইনের উপরে গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানা পুলিশ।
নিহত মামুন হোসাইন ফতুল্লা পূর্ব লালপুর রেল লাইন এলাকার মৃত সমন আরী বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী নিহতের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, বালু, ইট, বালু সিমেন্ট লোড আনলোড করে বৃহস্পতিবার দিনগাত রাত ২টায় বাসায় চলে যান মামুন হোসাইন।
তিনি আবার ভোর পৌনে ৫টায় প্রতিষ্ঠানে সামনে এসে দাড়াঁন, ওই সময়ে অনেকগুলো গুলি শব্দ শুনতে পায়। দৌড়ে গিয়ে দেখেন মামুন হোসাইন নিচে লুটে পড়ে আছে। ওই সময় দুইজন যুবক (আনুমানিক ২৬-২৮ বছরের) দৌড়ে পালিয়ে যান।
ফতুল্লা রেললাইনে উপরে গুলিবিদ্ধ মামুন হোসাইনকে নিয়ে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার।
ফতুল্লা মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক (এস আই) কামাল মিয়া জানান, নিহত মামুন হোসাইনের ইট, বালু, সিমেন্ট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতি রাতে লোড আনলোড সময়ে তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনা হয়, ওই সময় তাকে গুলি করা হয়।