মতলব উত্তরের সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সদস্য হলেন চাঁদপুর জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে সভাপতি, অভিভাবক সদস্য আবু তাহের সুমন ও স্কুলের প্রধান শিক্ষককে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এবিষয়ে আবু তাহের সুমন বলেন, বিগত সময়ে স্কুলটির পাশে থেকে শিক্ষার্থীদের জন্য কোন কাজ করার সুযোগ পাইনি। এখন সুযোগ আসছে। যুবদল নেতা নয় এই এলাকার সন্তান হিসেবে শিক্ষার্থীদের জন্য কিছু করতে চাই। আমি ছাত্র হিসেবে যে সমস্যাগুলো দেখেছি, সেগুলো এখন সমাধান করবো। আমি যেন এই কাজ করতে পারি তাই সকলের কাছে দোয়া চাই।