চাঁদপুরের হাজীগঞ্জে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য ও শিক্ষাগত সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিক্ষক ফেরদাউস আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঁকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মনিরুর হক পাটোয়ারী, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আনিছুর রহমান, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরী, ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি আবু সাদেক,হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু ইউছুপ, ইউনিয়ন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাফেজ আহমদ কাঞ্চন,বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল আমিন মিয়া, দাতা সদস্য গোলাম মোস্তফা মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুহিনুর বেগম।
বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য মেধাবী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে দেশাত্মবোধক গান, নৃত্য ও নাটিকা উপস্থাপন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানান।