নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৯ জন ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও জাপা নেতাসহ ১৮ জনসহ মোট ২৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রেয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে।
গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার অভিযুক্ত আসামী ৯ জন। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত আসামী ১৮ জনসহ মোট ২৭ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। তিনি জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৯ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী।
অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে, বৈষম্য মামলায় গ্রেফতার সদর থানার ছাত্রলীগ কর্মী (৩১) ফতুল্লা থানার আওয়ামীলীগের কর্মী তানভীর বাবু (৪০) সিদ্ধিরগঞ্জ থানায় আড়াইহাজার থানা ছাত্রলীগের সহ সভাপতি নয়ন (২৮) বন্দর থানায় আওয়ামীলীগের সক্রিয় সদস্য খোকন মিয়া (৫২) ঢাকা জেলা শ্রমিকলীগের সভাপতি আলী আজগর ভ’ইয়া (৩৮) কলাগাছিয়া ইউপির চেয়ারম্যান জেলা জাতীয় পার্টির সহ সভাপতি দেলোয়ারি হোসেন প্রধান (৬৬) আড়াইহাজার থানায় গোপালদী পৌরসভা আওয়ামীলীগের ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন (৫০) ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি সোহেল (৪৬) রিফাত হোসেন (২৭)।
এছাড়াও পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত ১৮ জন সহ মোট ২৭ জনকে গ্রেফতার করেছে বলে তিনি জানান।