হাজীগঞ্জের বেলঘর আড়ং বাজারের ব্যবসায়ী শফিউল্লাহ (চবু) ওয়ালটন থেকে কিস্তিতে মোবাইল ফোন ক্রয় করেছিলেন, কিন্তু পরিশোধ সম্পন্ন করার আগেই তিনি মৃত্যুবরণ করেন। তার পরিবারকে সহায়তা প্রদানের লক্ষ্যে ওয়ালটন গ্রুপ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার বিকেলে আড়ং বাজারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মৃত ক্রেতার পরিবারের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
দোয়া মাহফিল ও আবেগঘন পরিবেশঅনুষ্ঠানের শুরুতে হাফেজ মোহাম্মদ শাহ্ জালালের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মৃত শফিউল্লাহর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরিবার ও উপস্থিত অতিথিদের মধ্যে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য ইউসুফ পাটোয়ারী। তিনি ওয়ালটন গ্রুপের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের সামাজিক দায়বদ্ধতা ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সমাজের মধ্যে আস্থা ও সম্প্রীতি গড়ে তোলে।”
ওয়ালটন কর্মকর্তাদের বক্তব্যবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের রিজিয়নাল ক্রেডিট ম্যানেজার মিজানুর রহমান এবং ওয়ালটন প্লাজা হাজীগঞ্জের ম্যানেজার আরিফ মজুমদার। মিজানুর রহমান বলেন, “ওয়ালটন গ্রুপ শুধু পণ্য বিক্রয়ে নয়, সামাজিক দায়বদ্ধতা পালনেও সদা সচেষ্ট। আমরা আমাদের গ্রাহক ও তাদের পরিবারের দুঃখ-কষ্টে পাশে থাকার চেষ্টা করি।”
অনুষ্ঠান পরিচালনাঅনুষ্ঠানটি সঞ্চালনা করেন মডেল টাউন ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. ইয়াসিন। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং মৃত শফিউল্লাহর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্তওয়ালটন গ্রুপের এই মানবিক পদক্ষেপ স্থানীয় জনগণ ও ব্যবসায়িক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। এ ধরনের উদ্যোগ মানুষের আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করতে সহায়তা করে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও শফিউল্লাহর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ওয়ালটন গ্রুপের এই সহানুভূতিশীল কর্মকাণ্ড সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।