এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই শ্লোগানে কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের পালগিরি নূরানী দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাদ্রাসার মাঠে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিভিন্ন ইভেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী খন্দকার মহিউদ্দিন মোঃ হাবিবুর রহমান।
সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শাহ আলম কন্ট্রাক্টরের সভাপতিত্বে ও মাদ্রাসার মাওঃ আলামিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ফখরুল ইসলাম পাটোয়ারী, প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার হোসেন, মাদ্রাসার সহ সুপার মাওঃ ফখরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মাহবুব আলম, যুবদল নেতা মুরাদ খাঁনসহ আরো অনেকে।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষাথী উপস্থিত ছিলেন , মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।