গত ২১ জানুয়ারী ২০২৫ইং তারিখে তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের ১ম শ্রেনীর শিক্ষার্থী সামিয়া রহমান অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ জানুয়ারী ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সামিয়া রহমানের চিকিৎসা ব্যয় ও দাফন কার্যের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামিয়া রহমানের পিতা মোঃ মিজানুর রহমানকে ২৫,০০০/- টাকা সহায়তা করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ‘মানবিক সহায়তা কর্মসূচি’ হতে ২০,০০০/- টাকা এবং সমাজসেবা অধিদফতরের ‘উপজেলা সমাজকল্যাণ কমিটি’ থেকে ৫,০০০/- টাকার ভিন্ন ভিন্ন দুটি চেক সামিয়া রহমানের পিতা মিজানুর রহমানের হাতে তুলে দেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ হেলাল চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাহিদ ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ আরও গন্যমান্য ব্যক্তিবর্গ।
সামিয়া রহমানের বাবা আর্থিক সহযোগিতা পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।