মতলব উত্তর ব্যুরো :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ মে বুধবার বিকেলে। উপজেলা পরিষদ সংলগ্ন প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি থাকবেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল। আমন্ত্রিত বিশেষ আকর্ষন হয়ে মাঠে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার তাসকিন আহমেদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করবেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও গাজী শরিফুল হাসান। সঞ্চালক হিসেবে থাকবেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএ আজাদ।