চাঁদপুরের শাহরাস্তিতে আফিয়া হোসেন ও ইউসুফ আনসারী কল্যাণ ট্রাস্টের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ২২ মার্চ শনিবার বিকেলে চিতোষী পশ্চিম ইউনিয়নের শ্যামপুর এলাকায় কল্যাণ ট্রাস্ট কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সূত্রে জানাযায় আফিয়া হোসেন ও ইউসুফ আনসারী কল্যাণ ট্রাস্ট ২০২৪ সালে স্থাপিত হয়। প্রতিষ্ঠা থেকে সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছেন। অসচ্ছল গরিব ছাত্র-ছাত্রীদের সহায়তা প্রদান, প্রতিবন্ধীদের সহায়তা করা, অভাবী ও অসহায় বৃদ্ধ গরিব, বিধবা, জটিল রোগে অসুস্থ ব্যক্তিদের সহায়তা প্রদান, ভূমিহীন ও এতিমদের সহযোগিতা করা, বিভিন্ন ইসলামী শিক্ষাদান মূলক সহযোগিতা করাসহ সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতায় ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ফাউন্ডেশনের সভাপতি মোঃ আবু ইউসুফ আনসারী সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহ-সভাপতি সৈয়দ আহমেদ আনসারী
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সপ্তগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান আনসারী। বক্তব্য রাখেন চিতোষী ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ ওমর ফারুক, বিশিষ্ট ঠিকাদার সাব্বির আহমেদ ওসমানী, সাধারণ সম্পাদক আবু নাসের আনসারী, সহ সম্পাদক মোঃ মুজিবুর রহমান আনসারী, কোষাধক্ষ্য শামীম হোসেন আনসারী, সদস্য নুরজাহান বেগম, ওমর ফারুক আনসারী।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ফাউন্ডেশনের সফলতা কামনা, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন শ্যামপুর বাইতুল সামাদ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ওয়ালিউল্লাহ।