মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে ফেসবুক পোস্টে একটি ঝুঁকিপূর্ণ কালভার্টের ছবি দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলামের নির্দেশনায় সংস্কার করে চলাচলের উপযোগি করা হয়েছে।
উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের রগুনাথপুর গ্রামের পরিত্যক্ত আলুর হিমাঘার সংলগ্ন এলাকায় হাজীগঞ্জ-সুহিলপুর-তারাপাল্লা সড়কে অবস্থিত ঝুঁকিপূর্ণ এই কালভার্টি সংস্কার করা হয়।
এর আগে গত ১৬ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ”আমাদের হাজীগঞ্জ” নামক একটি লাইক ফেইজে ঝুঁকিপূর্ণ কালভার্টের ছবি পোস্ট করেন, শাকিল রাফি নামের এক তরুণ।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে তিনি কালভার্টটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এরপর কালভার্টটি সংস্কার হলে তিনি সোমবার রাতে ‘ইউএনও হাজীগঞ্জ’ ফেসবুকে একটি পোস্ট করেন।
পোস্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা উল্লেখ করেন, গত কয়েকদিন আগে ফেসবুক পোস্টে কেউ একজন ট্যাগ দেয়ায় বিষয়টি নজরে এসেছিল প্রথম। চরম ঝুকিপূর্ণ এ কালভার্টে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা..
দেখার সাথে সাথে করণীয় নিয়ে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করি..
বর্তমানে ইমার্জেন্সি এবং ঝুকি বিবেচনায় তড়িৎ পদক্ষেপ হিসেবে প্রাথমিক সংস্কার এর ব্যবস্থা করা হয়েছে ৷ খালি জায়গাটিতে স্টিল প্লেট বসিয়ে কংক্রিট এর ঢালাই এর মাধ্যমে স্লাবের ক্ষতিগ্রস্থ অংশ আপাতত কাজ চালানোর মত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে..
পুনশ্চঃ এটি মূলত এলজিইডি এর আওতাধীন। আগামী অর্থ বছরে সাপোর্টিং রুরাল ব্রীজ প্রজেক্টের মাধ্যমে পুরোমাত্রায় সংস্কার/ পুননির্মান এর পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে।
আপাতত এই ব্যবস্থাগ্রহনে প্রাথমিক ঝুকি মোকাবেলায় আমাকে সর্বাত্মক সহযোগিতার জন্য নির্বাহী প্রকৌশলী সওজ, নির্বাহী প্রকৌশলী এলজিইডি, উপজেলা ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।