মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদারিপুর জেলার দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তারা আপন দুই ভাই। সোমবার (২৩ মে) সকালে উপজেলার বানিয়াচোঁ এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ের বানিয়াচোঁ যাত্রী সামনে থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, মাদারীপুর জেলার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের সেকান্দার আলী বিশ্বাসের পুত্র রুবেল বিশ্বাস ও ফয়সাল বিশ্বাস। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথকভাবে নিয়মিত মামলা দায়ের করে পুলিশ। এরপর এদিন তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জের দিক-নির্দেশনায় এদিন সকালে উপজেলার বানিয়াচোঁ এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় উপ-পরিদর্শক মোঃ মহিউদ্দিন আহমেদ, মোঃ মাহদী হাসানসহ সঙ্গীয় ফোর্স।
এ সময় বাসের একজন যাত্রী মাদক কারবারি রুবেল বিশ্বাসের কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ এবং তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এরপর একই সময়ে বানিয়াচোঁ যাত্রী ছাউনির সামনে থেকে তার আপন ভাই ফয়সাল বিশ্বাসের কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দসহ তাকেও হাতে-নাতে গ্রেফতার করে পুলিশ।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। পরে এদিন গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।