হাজীগঞ্জের ব্রাক্ষণগাঁও নবজাগরণ সংসদের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ দুপুরে ব্রাক্ষণগাঁওয়ে নবজাগরণ সংসদের কার্যালয়ে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এ পোশাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জনতা ব্যাংকের ম্যানেজার আবদুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন কাশেম মিয়াজি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হাসান মিয়াজি, ফয়েজ তপদার, ইউপি সদস্য জহির কাজী, সংগঠনের সাধারণ সম্পাদক রাকিব হোসেন অপন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মিরাজসহ অন্যান্য সদস্যরা। সংগঠনের সক্রিয় সদস্যদের মধ্যে আল-আমিন, বিপ্লব, রাফিক, খালেক তপদার, শাহ মিরন, মেহেদী, রাসেল, নাহিদ ও শাকিল উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
প্রতিষ্ঠার পর থেকে ২০২১ সাল থেকে সংগঠনটি সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন সময় তারা শিক্ষাসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছে। এবছর তারা অর্ধশতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে, যা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আনন্দের বার্তা পৌঁছে দিয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা নূরে আলম রিন্টুর সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। তার দিকনির্দেশনায় সংগঠনটি দিন দিন সমাজসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা রাখছে।
উপস্থিত অতিথিরা নবজাগরণ সংসদের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টার ফলে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটেছে এবং তারা আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারবে।