হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ- ১৪৩২ পালিত হয়েছে। প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের সভাপতিত্বে সোমবার (১৪ এপ্রিল) সকালে বর্ষবরণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি বিদ্যালয় চত্ত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বলাখাল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতেই সহকারী শিক্ষক মো. শরীফুল ইসলামের উপস্থাপনায় আবৃত্তি, গান ও নৃত্যে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেন, শংকর কুমার পাল, মো. ইলিয়াছ হোসেন ও শাহাদাত হোসেন, শিক্ষার্থী সাকিবুন ইসলাম ইনতা, রায়হান ছুবহা, নুসরাত জাহান নুরশি ও রনজনা পাল প্রমুখ।
বক্তব্য শেষে দেশের সকল শহীদের মাগফেরাত এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক মাও. মো. মোস্তাফিজুর রহমান। এসময় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।