মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
আগামী ১১ জুন চাঁদপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে হাজীগঞ্জে উপজেলা ও পৌর জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) মসজিদ ও মাজার শরীফের মোতওয়াল্লী কাজী খায়রুল আলম পারভেজ এর সভাপতিত্বে শনিবার দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিতহয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব এমরান হোসেন মিয়া। তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন, আপোষহীন ও সংগ্রামী নেতা। যার বলিষ্ঠ ভূমিকায় শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি আরো বলেন, এছাড়াও হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে বাংলাদেশের ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়। জাতীয় পার্টির দ্বিতীয় ও তৃতীয় শক্তি নয়, পার্টি হচ্ছে দেশের বৃহত্তর শক্তি, জাতীয় পার্টির সম্মেলনকে সফল ও সার্থক করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ জানান তিনি ।
উপজেলা জাতীয় পার্টির সহ-যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন দুলালের উপস্থাপনায়, মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক ও হাজীগঞ্জ শাহরাস্তি জাতীয় পার্টির সমন্বয়কারী খোরশেদ আলম খুশু, চাঁদপুর জেলা জাতীয় পার্টির অন্যতম নেতা এডভোকেট লতিফ শেখ, আবুল কালাম টুলু, ফেরদাউদ খান, স্বপন দেওয়ান, নান্নু ভূঁইয়া, হান্নান ঢালী, রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন, শাহজাহান মাতাব্বর, গোলামুন নবী লিটন, জাতীয় পেশাজীবি সমাজের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জে.এইচ টিপু, হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন।
পৌর জাতীয় পার্টি সভাপতি মোদরশেদ আলম, সাবেক সদস্য সচিব আলাউদ্দিন চৌধুরী, ভারপ্রপ্ত সাধারন সম্পাদক মির্জা খলিলুর রহমান, সাবেক ছাত্র নেতা জাহিদুর রহমান টিপু, যুব নেতা মো. বাবলু, জহির, ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে মনির হোসেন টেলু, মুরাদ আহাম্মদ, মোস্তফিজুর রহমান, আলী আহাম্মদ, মুক্তিযোদ্ধা জয়নাল, শরীফ হাওলাদার, জাফর মেম্বার, পিন্টু চন্দ্র শীল, ডা. সোহেব মজুমদার প্রমুখ।