মনিরুল ইসলাম মনির :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন সরকার নির্বাচিত হয়েছে।
রবিবার (২৯ মে) বিকেলে মাদরাসা কক্ষে ৮ জন ভোটার প্রত্যক্ষ ভারে ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। নির্বাচনে ৮টি ভোটের মধ্যে দেলোয়ার হোসেন সরকার ৭টি ভোট পেয়ে বিজয়ী হয়। এছাড়া মাসুদুর রহমান ১টি ভোট ও মো. মিলন সরকার কোন ভোট পাননি বলে জানান নির্বাচনে প্রিজাইটিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম।
ম্যানেজিং কমিটির নির্বাচনে ইবতেদায়ী শাখায় অভিভাবক সদস্য জিলানী, দাখিল শাখায় অভিভাবক সদস্য পদে মো. ওয়াসকুরুনী সরকার, রহিম মোল্লা, শাহজাহান সরকার। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শায়রা আক্তার নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, মাদ্রাসা সুপার মাওলানা ইসমাইল হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।