কচুয়া প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ায় ৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতা
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের সানন্দকড়া এলকায় বাস ও সিএনজিতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
বুধবার সকাল ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিনের নির্দেশে এসআই মো: দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বোগদাদ পরিবহনের বাসে অভিযান চালিয়ে বরগুনা জেলার আমতলী উপজেলার চওড়া এলাকার মোঃ ধলু গাজীর ছেলে মাদক কারবারি হাসান গাজীকে ৫ কেজি গাঁজাসহসহ গ্রেফতার করে।
কচুয়া থানার কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন জানান এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।