মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে বোরো ধান সংগ্রহ-২০২২ এর কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। বুধবার সকাল ১১টায় খাদ্য গোডাউনে উপস্থিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে চলতি বছরের বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারজানা আক্তার মিলির সভাপতিত্বে সালেহ জাহিদের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে চলতি বছর বোরো ধান সংগ্রহের বিস্তারিত তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা গেছে, চলতি বছর হাজীগঞ্জ উপজেলায় ১ হাজার ২’শ ৫২ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। সরকারিভাবে প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। সংগ্রহ কার্যক্রম ২৮ এপ্রিল থেকে শুরু হয়ে ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত চলবে।