মতলব উত্তর ব্যুরো :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আন্তঃপ্রাথমিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
বুধবার (১ জুন) বিকালে উপজেলা ক্যাম্পাসের বটতলায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক কামাল হুসাইন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওয়ালিউল্যাহ।
উপজেলার ১৮২টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে ইউনিয়ন পর্যায়ে এই প্রতিযোগীতা হয়ে উপজেলা পর্যায়ে আসে। উপজেলা পর্যায়ে ৫৩টি ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা থেকে ১৫৯ জনকে পুরস্কৃত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান বলেছেন, সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দও পরিবেশ রাখতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যদি লেখা পড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকান্ড, সন্ত্রাস, মাদক তাদেরকে স্পর্শ করতে পারবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশিপাশি খেলাধুলা চালিয়ে যাবে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হারও।