আহসান হাবীব সুমন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে সীতাকুন্ড ফায়ার সার্ভিসে কর্মরত চাঁদপুরের কচুয়া উপজেলার ৬ নং ইউনিয়নের সিংআড্ডা গ্রামের সন্তান মজুমদার বাড়ীর এমরান(৪০) মজুমদার প্রাণ হারিয়েছেন । মৃত্যু কালে ফায়ারম্যান এমরান হোসেন দুইটি সন্তান ও ৫ মাসের অন্তসত্তা স্ত্রী রেখে গেছেন। ফলে অনাগত সন্তানের মূখ দেখা হল না বাবা এমরান হোসনের । তিনি ওই গ্রামের মৃত্যুর মকবুল হোসেনের ছেলে। গতকাল রবিবার তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস নিহতের বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন। গত শনিবার (৫ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ৭০ কানি জায়গার বিএম কনটেইনার ডিপোতে অবস্থিত বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত এমরান হোসেন মজুমদার বাংলাদেশ ফায়ার সার্ভিসে ২০০১ সালে যোগদান করেন, তিনি একজন দক্ষ এবং সাহসী ফায়ার ম্যান ছিলেন। এদিকে ইমরান মজুমদার মৃত্যুতে কচুয়া উপজেলার সিংড্ডা গ্রামে চলছে শোকের মাতম। ওই গ্রামের সর্বত্রই কান্নার আওয়াজে ভারী হয়ে উঠছে বাতাস। বন্ধু মহলেও চলছে শোকের ছায়া। তার ছাত্রজীবনের বন্ধু মহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকপ্রকাশ করা হচ্ছে।