মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তি মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রধান করা হয়েছে। ৫ জুন রোববার
উপজেলা প্রশাসন ও উপজেল স্বাস্থ্য অফিসের যৌথ উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন এর নেতৃত্বে শাহরাস্তি উপজেলার কালীবাড়ির উত্তর মাথায় অবস্থিত শাহরাস্তি মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন আহমেদ ও স্যানিটারী ইন্সপেক্টর মোঃ ফ্যায়েদ উল্লাহ এবং শাহরাস্তি মডেল থানা পুলিশের সাব ইন্সপেক্টর জুলফিকার আলী মহোদয়।
জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।